নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আয়োজনে ও খুলনা বয়রার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাবে ভুমিহীন পরিবার ও অসহায় গরীব মানুষের মাঝে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত চক্ষু ক্যাম্পে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সার্বিক সহযোগিতা করেন, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল, সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সেলিম হোসেন, স্বপন পান্ডে, কুমারেশ মন্ডলসহ আরো অনেকে প্রমূখ।
উক্ত চক্ষু ক্যাম্পে রোগী দেখেন খুলনা বয়রার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ খান নাহিদ মুরাদ। চক্ষু ক্যাম্প তত্ত্বাবধানে দায়িত্ব ছিলেন চক্ষু ক্যাম্প এরিয়া ম্যানেজার মোঃ রেজা। উক্ত চক্ষু ক্যাম্পে বিনামূল্যে দেড়শতাধিক চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।