নিজস্ব প্রতিনিধি : শিক্ষিত হওয়ার পাশাপাশি সুনাগরিক ও ভালো মানুষ হতে হবে। তোমাদের নান্দনিক চেতনায় রাঙিয়া দিতে হবে বাংলাদেশকে। নতুন করে তৈরি করতে হবে নিজেদেরকে। জাগিয়ে দিতে সমাজকে। ভালোবাসতে হবে দেশকে। গর্বিত করো বাবা-মাকে। স্বপ্ন বাস্তায়ন করতে হবে। আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
বুধবার শিখো প্রথম আলো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদর সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্টপোষকতায় ও প্রথম আলোর আয়োজনে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নানা আয়োজনে নানা আয়োজনে রঙিন হয়ে উঠেছিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রঙ্গন। নাচ, গান, কইজে অংশ নেওয়ার পাশাপাশি বন্ধু ও বাবা-মার সঙ্গে ছবি তুলে উদযাপন করে শিক্ষার্থীরা এদিনটি।
মষুলধারে বৃষ্টি উপেক্ষা করে প্রায় ১০০ কিলোমিটার পাড়ি দিয়ে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে এসেছেন রিয়াউল ইসলাম। গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া রিয়াউল অনুষ্ঠান স্থলে হাজির হতে পেরে বেজায় খুশি। আবেগে আপ্লুত ওই ছাত্র বলে, আমি আজ নিজেকে ধন্য মনে করছি এ অনুষ্ঠানে হাজির হতে পেরে। সবার আগে আমি সৃষ্টিকর্তার কাছ কৃতজ্ঞতা জানাই।
শুক্রবার শিখো-প্রথম আলো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে। সেখানে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নানা আয়োজনে মেতেছিল শিক্ষার্থীরা। নাচ, গান, কইজে অংশ নেওয়ার পাশাপাশি বন্ধু ও বাবা-মার সঙ্গে ছবি তুলে উদযাপন করে এ সময়।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নিবন্ধন কার্ড হাতে সারিবদ্ধভাবে নির্ধারিত বুথ থেকে শিক্ষার্থীরা ক্রেস্ট, ¯œ্যাক্সসহ উপহার সমগ্রী সংগ্রহ করে অনুষ্ঠানের জন্য নির্ধাধিত পান্ডেলে আসন নেয়। সাতক্ষীরা সাতটি উপজেলা থেকে অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধিত ৬৫৩জন শিক্ষার্থীর পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবক ও সুধীজন অংশ নেয়।
আলোচনা শুরুতে স্বাগত বক্তব্য প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদন কল্যাণ ব্যানার্জি বলেন, প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, একটি আন্দোলন। সকল শুভ কাজের পক্ষে প্রথম আলো। প্রথম আলো এ দেশের যে কোন স্বাধিকার আন্দোলন সংগ্রাম সাধারণ মানুষের পক্ষ থেকেছে। সন্ত্রাসীদের বিপক্ষে ও নির্যাতিতদের পক্ষে প্রথম আলোর অবস্থান স্প¯ট। প্রথম আলো নানা সামাজিক কাজ করে থাকে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। শিক্ষার্থীদের মেধা শানিত করার জন্য গনিত অলিম্পিয়াড আয়োজন করে। সত্য জানতে প্রথম আলো পড়ার আহ্বান জানিয়ে তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের দেওয়া লিখিত বক্তব্য পাঠ করার পাশাপাশি তিন ‘ম’ কে না বলার শপথ পাঠ করান অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও জাতীয় দলের ক্রিকেটার সৌম সরকারের বাবা কিশোরমোহন সরকার। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা. আবুল কালাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার ও কলেজ শিক্ষক ভারতেশ^রী বিশ^াস। কৃতী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখে মোহন রায় ও তৈয়েবা তাবাসচ্ছুম ।
অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে বাংলাদেশ টেলিভিশন ও রেডিও শিল্পী রোজবাবু গান গেয়ে উপস্থিত সকলকে জাগিয়ে তোলে। বন্ধুসভার সাংস্কুতিক সম্পাদক শিরিনা আক্তার ছাড়াও জেসমিন নাহার ও ময়নুল ইসলাম গান ও শিশু শিল্পী রাজন, অহনা অদৃকা ও ফারিন দলীয় নৃত্য পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখে। ###