নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় অফিস চলাকালিন সময়ে ব্যক্তিগত চেম্বার বসিয়ে আর্থিক সুবিধা নেওয়াসহ নানা অভিযোগে বদলি হওয়া কর্মকর্তাকে পুনরায় একই পদে পদায়নের ঘটনা ঘটেছে। এঘটনায় সচেতন মহলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তার বদলীআদেশ স্থগিত খবর পাওয়া গেলেও ওই কর্মকর্তা বলছেন এই আদেশের বিষয়ে কিছুই জানেন না তিনি।
সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, অফিস চলাকালিন সময়ে ব্যক্তিগত চেম্বার বসিয়ে আর্থিক সুবিধা নেওয়া, চিকিৎসা নিতে আসা মানুষদের সাথে খারাপ ব্যবহারসহ নানা অভিযোগে গত ২০২৪ সালের ২৫ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠমইন উপজেলায় শাস্তিমূলক বদলী করা হয় তৎকালিন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসিফ রায়হান কে। কিন্তু বছর ঘুরতেনা ঘুরতেই অদৃশ্য শক্তি তাকেই একই পদে এবং একই স্থানে পদায়ন করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ায় তার পদায়ন স্থগিত করা হয়েছে বলে একটি মাধ্যম জানিয়েছেন।
দুর্নীতির অভিযোগে যাকে শাস্তি মূলক বদলী করা হল তাকেই আবার কিভাবে একই পদে একই সকর্মস্থালে পদায়ন করা হল তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই দাবি করেছেন সাতক্ষীরা প্রাণি সম্পদ অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তার সহযোগিতায় একটি সম্ভব হয়েছে।
এবিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মশিউর রহমান বলেন, আসিফ রায়হানের বদলী স্থাগিতের খবর শুনেছি। তবে কোন চিঠি পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত কর্মকর্তা আফিস রায়হান বলেন, স্থগিতের খবরটি আমার জানা নেই। #