হাতির ছবি আঁকার অনেক প্রমাণ আছে। এর আগে হাতির আঁকা ছবির প্রদর্শনীও হয়েছে। কিন্তু হাতির নিজের ছবি অবিকল আঁকার খবর এই প্রথম। সুডা নামে ৪ বছর বয়সী এক হাতি অল্প সময়ের মধ্যে নিজের ছবি একে চমকে দিলেন সবাইকে।
থাইল্যান্ডের এক হাতিশালায় এমনই ঘটনা ঘটেছে। পর্যটন এলাকা চিনমাইয়ের মায়েতং এলিফ্যান্ট ক্যাম্প নামে এক হাতিশালায় শুক্রবার নিজের অঙ্কন দক্ষতার পরিচয় দেয় সুডা নামে ৪ বছর বয়সী এক হাতি। অবশ্য এই হাতিশালায় বসবাসরত হাতিগুলোকে বাণিজ্যিকভাবে ছবি আঁকা শেখানো হয়। এসব হাতি দর্শনার্থী টানতে ছবি এঁকে দেখায়। কিন্তু নিজের ছবি এই প্রথম। সুডা শূঁড় দিয়ে তুলি ধরে ক্যানভাসে অল্প সময়ের মধ্যে নিজের প্রতিকৃতি এঁকে ফেলে।
এই দৃশ্য দেখে উপস্থিতরা তাজ্জব বনে যায়। এদেরই একজন এই দৃশ্যধারণ করে ইউটিউবে পোস্ট করতেই এটি ভাইরাল হয়ে যায়। সামান্য সময়ের মধ্যে কয়েকহাজার লোক দৃশ্যটি দেখে এতে কমেন্ট আর শেয়ার করতে থাকে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি লাখের ঘর অতিক্রম করে। এখন সুডাকে দেখতে ওই হাতিশালায় ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। অনেকে সুডার সঙ্গে সেলফি তোলার আবদার করছে। কেউ আবার দূর থেকে এটির ছবি তুলেই খুশি থাকছে।-ইউপিআই অবলম্বনে।