পাওনা টাকা না মেটানোয় হাসপাতালে অক্সিজেন বন্ধ করে দিল সরবরাহকারী প্রতিষ্ঠান, এতেই অক্সিজেনের অভাবে নির্মম মৃত্যু হয়েছে ৩০ শিশুর। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে। মৃত ওই ৩০টি শিশুই এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে আনন্দবাজার জানিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী হাসপাতালটিতে দু’দিন আগেই ঘুরে গিয়েছিলেন। তখন সবই ঠিক ছিল। গোলমাল শুরু হয় তিনি বেরিয়ে যাবার পরেই।
অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী বেসরকারি সংস্থাটির দাবি, ৭০ লাখ টাকার মধ্যে সিলিন্ডার কিনে মাত্র ৩৫ হাজার টাকা মিটিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি টাকার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও টাকা মেটাচ্ছিল না হাসপাতাল। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দেয় ওই সংস্থা। তাদের দাবি, চিঠিতে তারা স্পষ্ট জানিয়েছে, ওই বকেয়া টাকা না মেটালে তাদের তরফে অক্সিজেন সরবরাহ করে যাওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা না মেটালে সরবরাহ বন্ধ করতে তারা বাধ্য হবেন বলেও হাসপাতালকে জানানো হয়েছিল।