কালিগঞ্জ ডেস্ক: কালিগঞ্জের পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত চারদলীয় ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে পারুলগাছা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে একাধিক বিদেশী খেলোয়াড় নিয়ে পরস্পরের মুখোমুখি হয় কালিগঞ্জের ঐতিহ্যবাহী পিডিকে মিতালী সংঘ ও দেবহাটার ঐতিহ্যবাহী গাজীরহাট প্রগতি সংঘ ফুটবল একাদশ। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় শেষ বাঁশি বাজার পূর্ব মুহূর্তে পিডিকে মিতালী সংঘের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ২০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ছিদ্দিকুর রহমান। জয়সূচক গোলদাতা হিসেবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ছিদ্দিকুর রহমান এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন গাজীরহাট প্রগতি সংঘের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মহানন্দ। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমেনুর রহমান ও শাহিনুর রহমান। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ২নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন। প্রগতি সংঘের কর্মকর্তা অসীম কুমার রায় ও শাহ আলম ঢালীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্যা সিরিজ, ম্যান অব দ্যা ম্যাচ ও পরিচালকদের হাতে পুরস্কার তুলে দেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, কুশলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জগন্নাথ বিশ^বিদ্যালয়ের প্রভাষক কাজী ফারুক হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, শ্যামনগরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শেখ শাহজালাল, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর, রতনপুর ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাছুম বিল্যাহ সুজন, বিশিষ্ট সমাজসেবক বিশ^জিৎ সরদার, মিলিনিয়াম ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী সঞ্জয় কুমার ঘোষ, প্রগতি সংঘের কর্মকর্তা ও সদস্য যথাক্রমে তাপস মন্ডল, শাহাজান সিরাজ ঢালী, আব্দুস সামাদ গাজী, রেজাউল করিম, আব্দুল হান্নান মোড়ল, মেহেদী হাসান বাবু, আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
কালিগঞ্জে চারদলীয় টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন
পূর্ববর্তী পোস্ট