তরিকুল ইসলাম লাভলু : বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতা বৃদ্ধিতে ৪ নভেম্বর শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে ইন্টার এ্যাক্টিভ পপুলার থিয়েটর (আইপিটি) নাটিকা প্রদর্শিত করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে সাতক্ষীরা দীপালোক একাডেমীর পরিবেশনায় বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধের উপর ইন্টারএ্যাক্টিভ পপুলার থিয়েটার (আইপিটি) নাটিকা প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবেশ চন্দ্র সরকার, কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মিরাজুল আশরেকীন, ৭১ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দীপালক একাডেমীর পরিচালক বরুণ ব্যানার্জী, নলতা সরকারি প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম লাভলু, উচ্চমান সহকারী কাম-হিসাব রক্ষক মোঃ মাহবুব আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিবাক ও শিক্ষার্থীবৃন্দ।
নলতা প্রাইমারি স্কুলে বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী নাটিকা প্রদর্শন
পূর্ববর্তী পোস্ট