নিজস্ব প্রতিবেদক : ট্রলার নষ্ট হয়ে ভারতীয় জলসীমানায় আশ্রয় নেওয়া ১৭ বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ ও বিএসএফ। এ সময় নষ্ট ট্রলার এমবি জিন্দাপীরও হস্তান্তর করা হয়। রোববার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের কালিন্দি নদী পথে ভারতের হেমনগর ও নামখানা থানার পুলিশ তাদেরকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ফিরে আসা জেলেদের সবারই বাড়ি বাগেরহাট ও কক্সবাজার জেলায়।
হস্তান্তর প্রক্রিয়ায় এ সময় বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নানসহ ২৫ সদস্য এবং ভারতের পক্ষে হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চন্দ্রসহ সে দেশের পুলিশ ও বিএসএফ এর ২৫ সদস্য অংশ নেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, গত ২৭ সেপ্টেম্বর নদীতে মাছ ধরার সময় ১৭ বাংলাদেশী জেলেকে বহনকারী ট্রলার এমবি জিন্দাপীর বিকল হয়ে পড়ে। এরপর তারা ভারতীয় জেলে ও নামখানা থানার সহায়তায় ভারতীয় সীমান্তে আশ্রয় নেয়। আজ দুপুরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পূর্ববর্তী পোস্ট