নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা দায়িক্তভার গ্রহণ করেছে। সদর উপজেলা শিক্ষক সমিতিতে গত শনিবার সকাল ১১ টায় নব নির্বাচিত কমিটি দায়িক্তভার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ৩ বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি পদে দায়িক্ত গ্রহণ করেছেন দেবহাটা উপজেলার ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সাধারণ সম্পাদক সাতক্ষীরা সদরের কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ও অর্থ-সম্পাদক কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে সাবেক জেলা শিক্ষক কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ ইউনুস আলী, সাবেক প্রধান শিক্ষক বিভূতি ভূষণ দত্ত, কালিগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক শফিউদ্দীন প্রমুখ। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, কৃষ্ণানন্দ মূখার্জী ও আমানুল্লাহ, সহ-সচিব সহকারী শিক্ষক মিলন কুমার মন্ডল,দপ্তর সম্পাদক নজিবুল ইসলাম, সদস্য প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, হাফিজুর রহমান, হরিসাধন ঘোষ,এবাদুল হক, করিমুল্লাহ, জয়দেব বিশ্বাস, সুব্রত কুমার বৈদ্য, বিএম শামসুল হক, অরুপ কুমার সাহা, আতাউর রহমান, ফজলুর করিম, হালদার সহদেব কুমার ও ভোলানাথ চক্রবর্তী।
জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
পূর্ববর্তী পোস্ট