দুর্নীতিবাজরা ঔদ্ধত্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শনিবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি ইকবাল মাহমুদ বলেন, ‘বাংলাদেশের দুর্নীতিবাজদের বিষদাঁত ভেঙে দেওয়ার সময় এসেছে। ব্যাংক, সরকারি খাতসহ এমন কোনও জায়গা নেই যেখানে এখন দুর্নীতি হচ্ছে না।’
সভাপতির বক্তব্যে এ সময় হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা তোমাদের ছাড়বো না। আমরা দুর্নীতি বন্ধ করবো।’
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘টাকা নয়, জ্ঞানের পেছনে ঘুরতে হবে।’
এ সময় মুহম্মদ জাফর ইকবাল আশা প্রকাশ করেন, বাংলাদেশে একদিন দুর্নীতি দমন কমিশন বলে কিছু থাকবে না। তার ভাষ্য, ‘দেশ থেকে দুর্নীতি চলে যাবে। এই কমিশনকে তখন ডাকা হবে সুনীতি বিকাশ কমিশন। যারা সুনীতির বিকাশে কাজ করে যাবে।’
এর আগে প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশ নেন দুদক চেয়ারম্যান। সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ থাকার বিষয়ে দুদক তদন্ত করবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এখানে তিনি বলেন, ‘কারও নাম বলার প্রয়োজন নেই। দুর্নীতিবাজদের আসল পরিচয় তারা দুর্নীতিবাজ। তাদের দুর্নীতির তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’