কলারোয়া প্রতিনিধি: অবৈধ পথে ভারতের প্রবেশ করার সময় কলারোয়া সীমান্তে দুই বাংলাদেশীকে যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার ভোর রাতে মাদরা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, শেরপুর জেলার চান্ডা গ্রামের মৃত, আব্দুল সালামের ছেলে চাঁদ মিয়া (২২) ও টাঙ্গাইল জেলার দুবুরিয়া গ্রামের মৃত, জাবেদ আলীর ছেলে কামাল হোসেন (২০)। কলারোয়া সীমান্তের মাদরা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক আমজাদ হোসেন জানান, রোববার ভোর রাতে সীমান্তে পূর্ব ভাদিয়ালী (মেইন পিলার ১৩/৩ এস এর ৮) এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টাকালে তার নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে আটককৃতদের কলারোয়া থানায় সোর্পদ করা হয়েছে। আটক বাংলাদেশী যুবক চাঁদ মিয়া ও কামাল হোসেন জানান, মোটা অংকের বেতনে চাকুরীরর কথা বলে কলারোয়া সীমান্তের এক দালাল তাদেরকে ভারতে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। তবে এ সময় পাচারকারী দালালকে তারা আর খুজে পায়নি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ পথে ভারতে প্রবেশ করার অভিযোগে কলারোয়া সীমান্তের মাদরা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক আমজাদ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় পাসফোর্ট আইনে একটি মামলা ( নং-২৯/৩২৭) দায়ের করেছে। আটককৃতদের গতকাল বেলা ২টার দিকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট