পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভায় জমির বিরোধকে কেন্দ্র করে সাবেক ভাইস চেয়ারম্যান ও রব গাজীর মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। স্থানীয় এমপি, পৌর মেয়র সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের নিরসনের চেষ্টা করে ব্যর্থ হন। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। যেকোন মুহুর্তে বড় ধরণের সংঘর্ষের আশংকা সচেতন মহলের। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের সি,এস খতিয়ানের রেকর্ডীয় মালিকদের নিকট থেকে ৩১৫ দাগের ৮৭ শতক জমির মধ্যে উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডলের বাবা চাচারা ৩৩ শতক জমি খরিদ করে দীর্ঘ ৪০ বছরের অধিককাল বসবাস করে আসছেন। একই দাগে সোলাদানা ইউপির পারবয়ারঝাপা গ্রামের মৃত হামিদ গাজীর পুত্র আব্দুর রব গাজী সাড়ে ১৯ শতক জমি ক্রয় করে তিনিও বসবাস করে আসছেন। কিন্তু উভয়ে পাশাপাশি সীমানায় বসবাস করার কারণে দীর্ঘ দিন সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে স্থানীয় এমপি, পৌর মেয়র সহ অনেকে সীমানা নির্ধারণ সহ বিরোধ নিস্পত্তি করতে ব্যর্থ হয়। বর্তমানে বিষয়টি কঠিন আকার ধারণ করেছে। গত ২৪ অক্টোবর, খুলনা জোনাল অফিসে ম্যাপ সংশোধনের দিন ধার্য্য থাকায় উভয়পক্ষ হাজিরা দেন। হাজিরা শেষে রব গাজীর পক্ষে অপরিচিত লোকজন সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডলকে লাঞ্চিত করে বলে থানার অভিযোগে উল্লেখ করেছেন। তারই সুত্র ধরে মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে পাইকগাছা কোর্টের সামনে রাস্তার উপর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বর্তমান উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে বড় ধরণের সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।