শ্যামনগর প্রতিনিধিঃ বৃস্পতিবার ২১ ডিসেম্বর/২০১৭, (পি,কে,এস,এফ) এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে ”সমৃদ্ধি কর্মসূচির” উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (বক্ষব্যাধি, মেডিসিন ও ডায়াবেটিস বিষায়ক) অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন ১০ নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাবঃ আবু সালেহ বাবু। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী জনাবঃ এইচ,এম, মামুনুর রশিদ।
উক্ত ক্যাম্পে আটুলিয়া ইউনিয়নের প্রায় ১৬৫ জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ তানভীর আহমেদ এমবিবিএস, ডিটিসিডি (চেষ্ট মেডিসিন), সিসিডি (বারডোম), এফসিসিপি (আমেরিকা), নিউরোমেডিসিনও হৃদরোগ (পিজি হাসপাতাল, ঢাকা), (বক্ষব্যাধি, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ), সদর হাসপাতাল সাতক্ষীরা এবং ডাঃ পলাশ দত্ত এমবিবিএস, এমচিএইচ-এফসিজিপি- সিসিডি (বারডোম), মেডিকেল অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা।
বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্পে সেবা নেওয়ার জন্য ১০ নং আটুলিয়ার সকল প্রান্ত থেকে আসা জনসাধারন এমন সেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানান, এবং পরবর্তীতে যাতে এমন সেবামুলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয় সকলেই এমনটি আসা করে। এসময় সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে সম্পন্ন করার দায়িত্বে ছিলেন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্যসেবীগণসহ অনান্য সকল কর্মকর্তা-কর্মীবৃন্দ।