কলারোয়া, প্রতিনিধি: কলারোয়া সীমান্তে জনসাধারণের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার চান্দুড়িয়া সীমান্তের চান্দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাছে এ মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। সুবেদার কোহিনুর আলমের উপস্থিততে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিলদার অসিত কুমার, ইউপি সদস্য কামাল হোসেন লাভলু, সাংবাদিক এসএম ফারুক হোসেন। সকলের উপস্থিততে সুবেদার কহিনুর আলম বলেন, অবৈধ ভাবে কেউ ভারতে গরু আনতে যাবেন না, এই সীমান্তে কেহ নারী ও শিশু পাচার করতে পারবে না, মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। এলাকায় কেহ বাল্য বিবাহ দিতে পারবেন না। কেহ বাল্য বিবাহ দিলে সাথে সাথে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়গুলি অমান্য করিলে আপনারা বিজিবিকে জানান। বিজিবি অপনাদের সহযোগিতা করবেন। সর্ব সময় বিজিবি আপনাদের পাশে আছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবিলদার অসিত কুমার।
চান্দুড়িয়া সীমান্তে জনসাধারণের সাথে বিজিবির মতবিনিময়
পূর্ববর্তী পোস্ট