খেশরা (তালা) প্রতিনিধি: সোমবার তালা উপজেলার খেশরায় শেখ ফারুখ মার্কেটে ১৯৭১ সালের ২৪ ডিসেম্বর দুর্বৃত্তদের হাতে নিহত শহিদ মুক্তিযোদ্ধা আব্দুল আলিম মিয়া’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেখ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ ’লীগের সাবেক সভাপতি ও তালা-কলারোয়ার সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম, এম ফজলুল হক, বর্তমান চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন (রাজু), তালা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক প্রভাষক এস,আর আওয়াল, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, খেশরা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুখ হোসেন (পিল্টু), খেশরা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শেখ তানভীর হোসেন (অমি) প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চাচালনা করেন প্রভাষক তরুণ কুমার দাশ।
অনুষ্ঠানের প্রধান বক্তা তার স্মৃতিচারণায় বলেন ১৯৭১ সালে এই অঞ্চলেরই বাতুয়াডাঙ্গা ক্যাম্পে থেকে আমি মুক্তিযুদ্ধ করেছি। এখনও আমরা মুক্তিযোদ্ধাদের প্রকৃতভাবে মূল্যায়ন করতে পারিনি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সবশেষে খেশরা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।