দেবহাটা ব্যুরো: হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রীপঞ্চমীর দিনে খুব ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রীদের নিজ গৃহ ও সার্বজনীন পূজামন্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। দেবহাটা উপজেলার বিভিন্ন বাসভবন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেবহাটা উপজেলা ফুটবল মাঠ সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে ফুটবল মাঠে সোমবার সরস্বতী পূজা স্বাড়ম্বরভাবে পালিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো ফুটবল মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হয়। মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, আরতি আরাধনা, প্রসাদ আস্বাদন ও নানা অনুষ্ঠানের মাধ্যমে বাণী অর্চনা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষ্যে দেবহাটার হিন্দু সম্প্রদায়ের বাড়িতে এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দেবহাটা ফুটবল মাঠ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রামকৃঞ্চ দত্ত, বরুন সোম, অনিক দত্ত, বিশ^জিৎ আচার্য্য, গৌরাঙ্গ ঘোষ, গোপাল গোস্বামী, সুদীপ্ত মন্ডল, অর্পন দত্ত সহ সকল নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিচালনায় অত্যন্ত সুন্দরভাবে সকল অনুষ্ঠানমালা উদযাপিত হয়েছে। এছাড়া সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ জানান, বিদ্যার দেবী স্বরস্বতীকে বরন করার জন্য কমিটির উদ্যোগে জাঁকজমকপূর্নভাবে স্বরস্বতী পূজা উদযাপন করা হয়।