দ্বিতীয় সন্তানও কন্যা হওয়ায় মাত্র দেড় মাস বয়সী শিশু আতিকাকে গলাটিপে হত্যার পর আলমারিতে কাপড়ের ভেতর লাশ গুম করার ঘটনা নিয়ে এখনও আলোচনা চলছে ঈশ্বরদীজুড়ে। নির্মমতার এই কাহিনীটি এখন মানুষের মুখে মুখে।
গত শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন শিশুটি দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে পুলিশে খবর দেয়া হয়।
পর পুলিশ গিয়ে দেড় মাস বয়সি শিশু আতিকার লাশ বাড়ির আলমারি থেকে উদ্ধার করে। আতিকা ওই এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলামের মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির পরিবারের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, দেড় মাসের আতিকার মৃত্যু আমাদের অপরাধী করে দেয়। অপরাধী করে দেয় পুরো মানব জাতিকে। কন্যা শিশু হত্যা যেন প্রাগৈতিহাসিক বর্বর সংস্কৃতির নগ্ন ছবি।
ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।