নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘সুস্থ্য দেহ সুস্থ্য মন না থাকলে লেখা পড়ায় মন বসেনা। তাই লেখা-পড়ার পাশা পাশি খেলা ধূলার বিকল্প নেই। খেলা ধূলা দেহ ও মনকে সতেজ রাখে। লেখা-পড়ার পাশা পাশি খেলার প্রতি সমান মনোযোগি হতে হবে। শিক্ষকদের পাশা পাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরো বেশি নজর দিতে হবে। তাহলে ভাল ফলাফল করা সহজ হবে। লেখা পড়ার মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। খুব শীঘ্রই এই বিদ্যালয়ে ১০তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন নির্মাণ হতে যাচ্ছে। তখন আর ক্লাস রুম সংকট থাকবেনা।’ এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, উম্মে হাবিবা, সহকারি শিক্ষক সোহেলী সুলতানা, মো. আনিছুর রহমান, রিণা রাণী নন্দী, মো. আবু সাঈদ, মো. আবুল খায়ের, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মো. হাবিবুল্লাহ, আসাদুজ্জামান ও মো. মমতাজ হোসেন প্রমুখ। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পূর্ববর্তী পোস্ট