নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর চেকপোষ্ট এলাকায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মটর সাইকেল চালকের নাম মোঃ আহম্মদ আলী (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার মৃত গহর আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহম্মদ আলী মটর সাইকেলযোগে আলীপুর এলাকা থেকে ভোমরা স্থল বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থল বন্দর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের আলীপুর চেকপোষ্ট সংলগ্ন পেট্রোল পাম্পের এলাকায় তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মারুফ আহমেদ ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আলীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল চালক নিহত
পূর্ববর্তী পোস্ট