নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শহরে এক বৃদ্ধার পৈত্রিক সুত্রে পাওয়া জমির গাছকেটে ও জবরদখল করে ঘিরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি মামলা করলে আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করলেও প্রভাবশালিরা আদালতের নির্দেশ উপেক্ষা করে জবর দখল অব্যাহত রেখেছে।
ইটাগাছা গ্রামের মৃত তমিজদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, পৈত্রিক সুত্রে পলাশপোল মৌজায় জেএল নং ৯৪ দাগ নং ১৩০৭৯, ১৩৮০. ১৩০৮৯, ১৩০৮৩, ১৩৮৪,১৩০৮২ দাগে তার জমি রয়েছে। তার ১৩০৮৪ দাগে কবরস্থান ও যাতাওয়াতের পথ বন্ধ করে দিয়ে তারা পাঁচিল দিচ্ছে। তার জমির সমস্ত গাছ গাছালি কেটে সাবাড় করে দিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে আদালত সাতক্ষীরা সদর থানাকে ব্যাবস্থা গ্রহণ করতে বলে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিলেও পরবর্তীতে তারা আবার কাজ শুরু করেছে।
রাবেয়া খাতুন আরও বলেন, ইটাগাছা গ্রামের মৃত সোহবান সরদারে পুত্র রফিউদ্দিন সরদার, কবির উদ্দিন সরদার, আলাউদ্দিন সরদার, মজনুউদ্দিন সরদার হাসিনা খাতুন ও মাফুরা খাতুন আজি সরদারে ছেলে জাকির জোর পূর্বক তার পৈত্রিক সুত্রে পাওয়া জমি জবরদখল করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। ইতোপূর্বে এ নিয়ে তারা তাকে গাছের সাথে বেধেঁ নির্যাতন করে। তারা শুধু জায়গা জমি দখল করার পায়তার করছে না তারা তার তিন ছেলে ও চার মেয়েকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। প্রভাবশালিরা এই বৃদ্ধ বয়সে তার ও তার ছেলে মেয়েদের নামে থানায় ও আদালতে ১০/১৫ টি মামলা দায়ের করেছে। এমনকি তারা জাল দলিল সৃষ্টি করে তার জমি দখল করার ষড়যন্ত্র করচে বলে রাবেয়া খাতুন অভিযোগ করেছেন।
উক্ত জালিয়াতি চক্রের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরায় এক বৃদ্ধার জমি জবর দখলের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট