পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগরের ফার্মেসীতে ঔষধ বিক্রয়ে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সূত্রে জানা যায়, রামজীবনপুর গ্রামের জুব্বার গাজীর স্ত্রী হঠাৎ অসুস্থ্ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসক আইযুব আলীর চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক একটি প্রেসক্রিপশন করে দিলে রোগীর স্বামী জুব্বার গাজীর নুরনগর পুরাতন মাছের সেট সংলগ্ন আর্দশ ফার্মেসীতে যান ঔষধ কিনতে এবং তিনি প্রেসক্রিপশন বরাবর ঔষধ দিতে বলেন। ফার্মেসী মালিক জিল্লুর রহমান তাকে ঔষধ দিয়ে বিদায় দেন। জুব্বার গাজী ঔষধ নিয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে জানায় আমি যে কোম্পানীর ঔষধ লিখেছি সেটা নিয়ে আসেন এগুলো কমদামী এবং প্রেসক্রিপশনে যেটা লেখা সেটা নয়। এর পর জুব্বার গাজী আর্দশ ফার্মেসীতে এসে ফার্মেসী মালিক কে বলে আমি এই ঔষধ নিব না আপনি আমার টাকা ফিরিয়ে দেন। ফার্মেসী মালিক জিল্লুর রহমান ঔষধ ফেরত হবেনা বলে সাফ জানিয়ে দিলে, গরীব অসহায় জুব্বার গাজী দিশেহারা হয়ে স্থানীয় সংবাদিকদের কাছে তার অভিযোগ তুলে ধরে। শুধু জুব্বার গাজী নয় এমন ভাবে প্রতারনার শিকার হচ্ছে প্রতিনিয়ত হাজারও মানুষ। মানুষের অসুস্থ্যতার সুযোগ নিয়ে অসাধু ফার্মেসী মালিকরা নিন্মমানের ঔষধ দিয়ে প্রতারনা করছে বলে জানিয়েছেন অনেকেই। এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।