নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলা সদরের বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে প্রায় ৮লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক পৌর সদরের মুরারীকাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে মোকলেছুর রহমান ও আলাইপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে লিটন জানান- তারা দুইজনই মুদি দোকানদার। প্রতিদিনের ন্যায় রোববার রাত ১১ টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত তিনটার দিকে বাজারের নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পারেন তাদের দোকানে আগুন লেগেছে। পরে তারা সাতক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে এসে পাশ্ববর্তী লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস টিম পৌছানোর আগে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে তাদের দুইজনের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
আগুন লাগার কারণ জানতে চাইলে তারা বলেন, কে বা কারা হয়তো বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই রাতেই তিনি ঘটনাস্থলে গেছেন এবং আগুন নিভানোর সহযোগিতা করেছেন। তবে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।