দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলায় চলতি বাংলা ১৪২৫ সনের হাট-বাজারের রাজস্ব আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিতের রেকর্ড ছাড়িয়ে সাফল্য অর্জন করেছেন। গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে এছর প্রায় ১ কোটি টাকার মতো রাজস্ব হাট-বাজার থেকে অর্জন হয়েছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উপজেলার মধ্যে ১৩টি হাট-বাজার রয়েছে। প্রতি বাংলা সনের প্রথমে এগুলো সরকারি বিধান মতে ইজারা দেয়া হয়। হাটবাজারগুলো হলো পারুলিয়া পশুহাট, কুলিয়া মৎস্য ও রেনু সেড, কুলিয়া নতুন বাজার, ঈদগাহ বাজার, সখিপুর বাজার, গাজীরহাট বাজার ও মৎস্য সেড, দেবহাটা বাজার, নাংলা বাজার, পারুলিয়া মৎস্যসেড, বহেরা বাজার, সুবর্ণাবাদ হাট, টাউনশ্রীপুর বাজার ও ভাতশালা বাজার। গত বাংলা ১৪২৪ সনে পারুলিয়া পশুহাট, সুবর্ণাবাদ হাট ও বহেরা বাজার ইজারা দেয়া সম্ভব হয়নি। এই বাজারগুলোতে ইজারাদাররা সিন্ডিকেট করে ইজারা মূল্য অনেক কম দিতে চাওয়ার কারনে সেগুলো ইজারা না দিয়ে সরকারীভাবে খাজনা আদায় করা হয়। সেখানে সরকারের চাহিদা ছাড়িয়ে বাজারগুলো থেকে অনেক বেশী ইজারা আদায় করা সম্ভব হয়। সেলক্ষ্যে এবছর ইজারাদাররা তাদের সেই সিন্ডিকেটকে কাজে লাগাতে না পেরে ঠিকমতো দরপত্র দাখিল করে। নির্বাহী অফিস সূত্র জানায়, এবছর উপজেলার মধ্যে সবচেয়ে বড় পারুলিয়া পশুহাটটি ৬৮ লক্ষ ৬১ হাজার টাকায় ইজারা দেয়া হয়েছে। ইজারা নিয়েছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। অথচ এই হাটটি ইজারা দেয়ার সরকারী লক্ষ্যমাত্রা ছিল ৬৮ লক্ষ ৫৬ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবছর বাংলা ১৪২৫ সনে উপজেলার প্রতিটি হাট-বাজার ইজারা দেয়া হয়েছে। গত বছর পারুলিয়া পশুহাট, সুবর্ণাবাদ হাট ও বহেরা বাজার বাদের বাকী হাট-বাজারগুলো থেকে ১০ লক্ষ ৬৮ হাজার ৪১৫ টাকা রাজস্ব পাওয়া যায়। আর এবছর প্রতিটি হাট ইজারা দেয়ার ফলে ৮০ লক্ষ ৬২ হাজার ২ শত ৫১ টাকা ইজারা বাবদ রাজস্ব পাওয়া গেছে। ইউএনও জানান, সরকারের লক্ষ্য উন্নয়ন আর সেই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে দেবহাটা উপজেলা প্রশাসন কাজ করছে। তিনি সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।
দেবহাটায় চলতি বছরে হাট-বাজারের রাজস্ব আদায়ে ইউএনওর সাফল্য
পূর্ববর্তী পোস্ট