নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার অবদান উন্নয়নশীল দেশে যোগদান, শেখ হাসিনার অবদান প্রান্তিক জনগণের কল্যান, শেখ হাসিনার হাত ধরি উন্নয়নশীল দেশ গড়ি, স্বল্পোন্নয়নের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বল্পোন্নত দেশের (এল.ডি.সি) স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনের মহাসড়কের দু’ধারে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ঘন্টাব্যাপি আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা খাতুন, সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, আব্দুল হামিদ, সহকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মোস্তাফিজুর রহমান, গাজী মোমিন উদ্দিন, জোবায়ের আলম, আব্দুর রউফসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মুক্ত আকাশে বেলুন উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আনন্দ সমাবেশ
পূর্ববর্তী পোস্ট