কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষন কার্য্যক্রম (আইজিএ) প্রকল্পের দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষনের উদ্বোধন সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। এসময় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, সাংবাদিক কে.এম রেজাউল করিম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুফলভোগীবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত দর্জি বিজ্ঞানে ২০ জন এবং ব্লক বাটিকে ২০ জন মহিলাকে প্রশিক্ষনে ২ মাস ১৫ দিন ব্যাপী প্রতি প্রশিক্ষনার্থীকে দিন প্রতি প্রতিজনকে ১শত টাকা হারে ভাতা প্রদান করা হবে এবং শেষে সেলাই মেশিন প্রদান করা হবে বলে মহিলা বিষয়ক কর্মকর্তা জানান। এরপরে একই স্থানে সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামকে বাল্য বিবাহ রোধে দারিদ্র পরিবারকে চিহ্নিত করে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের (এটুআই) প্রকল্পের আওতায় এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান।