কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: শনিবার দুপুরে কলারোয়ার হাজী নাছির উদ্দীন কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবণ উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। হাজী নাছির উদ্দীন কলেজের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এএম ফারুক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌলী জাহিদ হাসান, হাজী নাছির উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল আজিজ, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, হাজী নাছির উদ্দীন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)আব্দুল আলিম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মিনহাজ উদ্দীন, ইউপি সদস্য আকলিমা খাতুন, আব্দুল রশিদ, সুপার মনিরুল ইসলাম, প্রভাষক মামুন ও সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- বাংলা বিভাগের প্রভাষক মুহাসিন রেজা। উল্লেখ্য- ১কোটি, ১১লাখ, ৫৬হাজার ৭শত টাকা ব্যায়ে হাজী নাছির উদ্দীন কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক উদ্বোধণ করা হয়।
কলারোয়ায় হাজী নাছির উদ্দীন কলেজের নবনির্মিত একাডেমিক ভবণ উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট