নিজস্ব প্রতিবেদক :
“সহকারী শিক্ষক নিয়োগ২০১৪”র এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সময় ও স্থান ঘোষণা করা হয়েছে। ১৭ জুলাই’১৮ তারিখে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন স্বাক্ষরিত একপত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ২০১৪”র এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার ৩৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬, ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
আগামী ৬ আগস্ট’ ১৮ তারিখে আশাশুনি উপজেলার রোল নং ৫৯১০২২৭ হতে ৫৯৩২৭৫২ সকাল ৯টায়, কলারোয়া উপজেলার ৫৯১০২৮৪ হতে ৫৯৩০৩০২ দুপুর ১২টা, কালিগঞ্জ উপজেলার রোল নং ৫৯১০২৭৫ হতে ৫৯৩০৮৩৩ ২টা। ৭আগস্ট শ্যামনগর উপজেলার রোল নং- ৫৯১০০২০ হতে ৫৯৩২৭৮৫ সকাল ৯টা, দেবহাটা রোল নং- ৫৯১০৪২৫ হতে ৫৯৩১২৭১ বিকাল ৩টা এবং তালা উপজেলার রোল নং- ৫৯১০৪২৫ হতে ৫৯৩১২৭১ সকাল ৯টায় ও সাতক্ষীরা সদর উপজেলার রোল নং- ৫৯১০০১০ হতে ৫৯৩২৮৮৫ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা অংশ গ্রহণের জন্য পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য অনলাইনের আবেদন কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ ও কোটা সংক্রান্ত সকল কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সাথে আনতে হবে।
সাতক্ষীরায় সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ৬ আগস্ট
পূর্ববর্তী পোস্ট