সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সভায় উপস্থিত ছিলেন, প্রফেসর আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জজকোর্টের পিপি এড. ওসমান গণি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, স্বপন শীল, ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সুধাংশু শেখর সরকার, জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, এড. সালাউদ্দীন, এটিএম রইফ উদ্দিন,শেখ সিদ্দিকুর রহমান, নির্মল সরকার, আমির খান চৌধুরী, ইকবাল লোদী প্রমুখ।
সভায় আগামী ১০ আগস্ট বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাসের শোকসভার সিদ্ধান্ত গ্রহণ হয় এবং আব্দুর রাজ্জাক পার্কে পাবলিক টয়লেট উন্মুক্ত, পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, পৌর অডিটোরিয়াম জনসাধারনের জন্য উন্মুক্তের দাবি জানানো হয়। এছাড়া আগামী ৩০ জুলাই পাবলিক টয়লেট উন্মুক্ত, পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, পৌর অডিটোরিয়াম জনসাধারনের জন্য উন্মুক্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি