বিদেশের খবর: ইয়েমেনের বন্দরনগরী হুদায়দাতে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বুধবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা এইচ ইয়েমেনে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে জানান, সেখানকার অবকাঠামোর ওপর হামলা গ্রহণযোগ্য নয়, অমানবিক এবং যুদ্ধের মৌলিক নীতির পরিপন্থি।
তিনি আরো বলেন, চলমান সংঘর্ষ এবং হুদায়দা বন্দরের বেসামরিক অবকাঠামোতে যেভাবে অব্যাহতভাবে হামলা চালানো হচ্ছে, তাতে হাজার হাজার শিশু এবং তাদের পরিবার হুমকির সম্মুখীন।
কয়েক দিন ধরে বিভিন্ন অবকাঠামোতে যেভাবে হামলা চালানো হচ্ছে, তার ফলে শিশু এবং তাদের পরিবার রক্ষা করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, অবকাঠামোর ওপর সরাসরি হামলার ফলে এসব এলাকায় কলেরা এবং ডায়রিয়ার মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে।
ইয়েমেন নিয়ে উদ্বেগ জাতিসংঘ
পূর্ববর্তী পোস্ট