মেহেদী সোহাগ: কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তাইফুন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শনিবার ভোর রাতে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে আটক করা হয়। আটক তাইফুন যুগিখালী গ্রামের আব্দুল মান্নার দালালের ছেলে।এলাকাবাসি জানায়- গত ৫ আগষ্ট গভীর রাতে একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল জলিল দফাদারের ছেলে সোহাগ হোসেন (২৫), নুরে দফাদারের ছেলে তোফাজ্জেল হোসেন (২৪), অজিয়ারের ছেলে আব্দুল করিম (২৭), গোলাপের ছেলে শাহিন (২৬), আকাম দপ্তীর ছেলে শানারুল (২৮), মৃত সাত্তার শেখের ছেলে ছহিলউদ্দীন (২৫) ও আটক তাইফুন পাইকপাড়া গ্রামের আজগর আলীর ছেলে ওসমানের বাড়িতে যায়।
এ সময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওসমানকে চোখ বেঁধে উঠিয়ে পাশ্ববর্তী মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দিতে অস্বীকার করায় ওসমানকে তারা বেদম মারপিট শুরু করে। একপর্যায়ে ওসমান ৩৫ হাজার টাকা দিতে স্বীকার করে। পরে একই গ্রামের আহম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা দিলে তারা ওসমানকে ছেড়ে দেয়। বিষয়টি জানাজানি হলে শনিবার ভোর রাতে ওই তাইফুনকে আটক করে পুলিশ। তবে অন্যরা পলাতক রয়েছে বলেও এলাকাবাসি জানায়।ধরে নিয়ে যাওয়া ওসমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ডিবি পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তিরা দ্রু থেকে আমারসহ পরিবারকে হত্যার হুমকি দিয়েই যাচ্ছে। এতে আমরা পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে গোপন সংবাদের ভিত্তিতে তাইফুন নামে একজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শনিবার (১১আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের জামায়াত-শিবিরের দূর্গখ্যাত গাজনা গ্রাম থেকে জামায়াত নেতা মাওলানা আতাউর রহমান (৬৫)কে পুলিশ গ্রেপ্তার করেছে। সে ওই গ্রামের মৃত আছির আহম্মদ মোড়লের পুত্র।