মেহেদী সোহাগ,
৩৬তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হওয়ায় কলারোয়া উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে ৩৬ তম বিসিএস ক্যাডারভূক্ত কলারোয়া উপজেলার ৯ জন কৃতিসন্তানদের মাঝে এ সংবর্ধনা দেওয়া হয়। শনিবার বিকালে উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনিষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিতরা হলেন- প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে সাজ্জাদ হোসেন, সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক রাজু হোসেন, প্রভাষক মনিরুজ্জামান, প্রভাষক নিত্যানন্দ, প্রভাষক আশরাফুজ্জামান, প্রভাষক মাসুদুর রহমান ও প্রভাষক শাহিন আলম। শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, দুদকের উপ-পরিচালক খাঁন মিজানুল ইসলাম সেলিম ও ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, জুলফিকার আলী, আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন, মাস্টার আব্দুল ওহাব মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধিত কৃতি ব্যক্তিদের ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রি প্রদান করা হয়। উত্তরীয় পরিয়ে দেয়া হয় অতিথিদের।