খেলার খবর: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মঙ্গলবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিং খারাপ করেননি। তবুও তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস হেরেছে ৪ উইকেটে। এতে সেন্ট কিটস ৬ ম্যাচে তিনটিতে হার ও তিনটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এই ম্যাচে ৬ বলে ৪ রান করে আউট হন মাহমুদউল্লাহ। পরে বোলিংয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নামে মাহমুদউল্লাহর সেন্ট কিটস। ক্রিস গেইল ও এভিন লুইসের উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৭১ রানের শক্ত ভিত্তি পায় দল। গেইল ২৭ বলে ৪০ ও লুইস ২২ বলে ২৮ রানে ফিরে গেলে মিডল অর্ডারে সেভাবে দাঁড়াতে পারেননি কেউ। ছয়ে নেমে অ্যান্টন ডেভচিচ ২৪ বলে ৩৫ এবং শেষ দিকে বেন কাটিং ২ ছক্কায় ৯ বলে ১৮ রান করলে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের সম্মানজনক স্কোর পায় সেন্ট কিটস।
রান তাড়ায় ওপেনিংয়ে ১৬ বলে ২৮ করছেন লুক রনকি। চারে নামা জেসন মোহাম্মদ করেছেন ২৫ বলে ৩৬। ৮ বলে ১২ রান করা ক্যামেরন দেলপোর্তের উইকেট নেন মাহমুদউল্লাহ। সীমানায় অসাধারণ ক্যাচ নিয়েছেন কাটিং। ছয়ে নামা সোহেল তানভিরের ২০ বল ৩৭ রানের অপরাজিত ইনিংসে ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
ব্যর্থ মাহমুদউল্লাহ, হারল সেন্ট কিটস
পূর্ববর্তী পোস্ট