খেলার খবর: উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরের উদ্বোধনী দিনে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে স্বস্তির ড্রয়ে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। একের পর এক আক্রমণ সামলাতে কোণঠাসা হয়ে পড়া দিদিয়ে দেশমের দল গোলরক্ষক আলফুঁস আরিওলার অসাধারণ নৈপুণ্যে এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
বৃহস্পতিবার রাতে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল জার্মানির। ৩৫তম মিনিটে প্রথম সুযোগটিও পায় তারা। কিন্তু টনি ক্রুসের কর্নারে অ্যান্টোনিও রুডিগার ফ্লিক করার পর ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার মাটস হুমেলস। পরে নিজেদের গুছিয়ে নিয়ে বিরতির আগে কয়েক মিনিটের ব্যবধানে দুটি সুযোগ পায় ফ্রান্স। কিন্তু অলিভিয়ে জিরুদের পর কিলিয়ান এমবাপেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান মানুয়েল নয়ার। পরের মিনিটে মার্কো রয়েসের ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়ে ফ্রান্সের ত্রাতা গোলরক্ষক আরিওলা।
খানিক পর একের পর এক আক্রমণে অতিথিদের কোণঠাসা করে ফেলে জার্মানি। টানা কয়েক মিনিটে দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা; কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ান আরিওলা।
৭৩তম মিনিটে হুমলেসর জোরালো শট গোলরক্ষক রুখে দেওয়ার পর লক্ষ্যভ্রষ্ট শট নেন ইলকাই গিনদোয়ান। আর টমাস মুলারের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন পিএসজি গোলরক্ষক আরিওলা। ৭৭তম মিনিটে আবারও গোলরক্ষকের দৃঢ়তায় রক্ষা পায় ফ্রান্স। প্রতিপক্ষের আরেকটি প্রচেষ্টা ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি। এতে স্বস্তির ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
জার্মানির বিপক্ষে স্বস্তির ড্র ফ্রান্সের
পূর্ববর্তী পোস্ট