অনলাইন ডেস্ক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৪০৯ জন সহযোগী অধ্যাপককে পূর্ণ অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। গত সপ্তাহে মন্ত্রণালয়ে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ডিপিসি সভায় সভাপতিত্ব করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত পদোন্নতির আদেশে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত সবাই আগের কর্মস্থলেই (ইনসিটো) থাকবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা ক্যাডারে শিগগিরই আরও পদোন্নতি দেওয়া হচ্ছে। শিগগিরই সহযোগী ও সহকারী অধ্যাপক পদেও পদোন্নতি দেওয়া হবে। গতকাল অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া প্রায় সবাই বিসিএসের ১৪তম ব্যাচের কর্মকর্তা। এ ব্যাচের বেশিরভাগ কর্মকর্তা ২০১৩ সাল থেকে অধ্যাপকের স্কেলে বেতন পাচ্ছেন। আর সহযোগী অধ্যাপক পদে প্রায় ৩০০ জন এবার পদোন্নতি পাবেন। সহযোগী অধ্যাপক পদে এবার বিসিএসের ১৭, ১৮, ২০, ২১ ও ২২তম ব্যাচের কর্মকর্তারা ডিপিসির বিবেচনায় রয়েছেন।
অন্যদিকে, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে এবার প্রায় ৫০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা ভাবা হচ্ছে। সহকারী অধ্যাপক হওয়ার জন্য এবার বিসিএসের ২৭, ২৮, ২৯ ও ৩০তম ব্যাচের কর্মকর্তারা বিবেচিত হচ্ছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হলে সেদিনই প্রজ্ঞাপন জারি করা হবে।
শিক্ষা ক্যাডারে অধ্যাপক হলেন ৪০৯ জন
পূর্ববর্তী পোস্ট