খেলার খবর: এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দুদলই নিশ্চিত করেছে সুপার ফোরে খেলা। সেদিক থেকে ম্যাচটা আনুষ্ঠনিকতা মনে হলেও আসলে এর গুরুত্ব অনেক বেশি। কারণ, ভারত-পাকিস্তানের খেলা মানেই ক্রিকেটের চিরন্তন উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বীতা। এই দুইদেশের মাঝে বিভিন্ন কারণে যে প্রতিযোগিতা তার ছাপ পড়ে ক্রিকেটেও। তাই দুই দলই নিজেদের উজাড় করে দেয় মাঠের খেলায়। খেলা পেরিয়ে এটা হয়ে ওঠে সম্মানের এক লড়াই।
দুই দলের একাদশ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, আমবাটি রাইডু, মণীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।
পাকিস্তান: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মাদ আমির, হাসান আলি ও উসমান খান।