দেশের খবর: ক্ষমতার বলয়ে আটকে থাকা মহাজোটকে আবারো গতিশীল করতে আওয়ামী লীগের ডাকের অপেক্ষায় আছে জাতীয় পার্টি (জাপা)। দলটির নেতাদের আশা, শিগগিরই নির্বাচনী মহাজোট নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে।
জোটভিত্তিক নির্বাচনের পাশাপাশি ভোট নিয়ে তারা নানামুখী প্রস্তুতিও নিচ্ছেন।
২০০৮ সালের নির্বাচনে মহাজোট থাকলেও গত নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই অংশ নেয়। বিএনপি বয়কট করায় ৩৩ আসন পেয়ে প্রধান বিরোধীদল হলেও চার মন্ত্রী নিয়ে সরকারেও থেকে যায় জাপা।
আগামী নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন, দলের জন্য আসন ভাগাভাগি, নির্বাচনে জয়ের কৌশল নির্ধারণে জাতীয় পার্টি মহাজোটের বৈঠক আশা করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
নতুন নির্বাচনী জোটের কার্যক্রমকে জাতীয় পার্টি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
জোটবদ্ধ এবং একক – দু’ধরনের প্রস্তুতি নিয়ে রাখলেও শেষ সিদ্ধান্ত পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদই নেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব।
মহাজোট গতিশীলে আ. লীগের ডাকের অপেক্ষায় জাপা
পূর্ববর্তী পোস্ট