অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্র যৌথভাবে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেয়েছেন।
২০২২ সালের মধ্যে ভারতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার অঙ্গীকার এবং আন্তর্জাতিক সৌর জোট গড়ে তোলায় নেতৃত্ব দানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে এই পদক দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট ম্যাঁক্রও পরিবেশ বিষয়ে বিশ্ব নেতৃত্ব গড়ে তোলায় ভূমিকা রেখেছেন বলে দ্য ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম জানিয়েছে। -এনডিটিভি
‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেলেন মোদী ও ম্যাঁক্র
পূর্ববর্তী পোস্ট