বিনোদনের খবর: ‘জনি ইংলিশ’ সিরিজের তৃতীয় ছবি ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ছবিটি মুক্তি পাবে অক্টোবরে। কিন্তু বাংলাদেশের দর্শকদের জন্য আর অপেক্ষা নয়। স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পেয়েছে ছবিটি। ডেভিড কের পরিচালিত গোয়েন্দা কমেডি নির্ভর এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোয়ান অ্যাটকিনসন। এছাড়া বেন মিলার, এমা থম্পসনসহ আরো অনেকে রয়েছেন।
ছবিতে রোয়ান অ্যাটকিনসনকে দুর্ধর্ষ অথচ মজার গোয়েন্দা হিসেবে দেখা যাবে। কঠিন কঠিন সব রহস্যের অভিযান শক্ত হাতে কমেডির সাথে জয় করবেন তিনি।
ছবির ট্রেইলারে দেখা যায়, অ্যাটকিনসন মিসাইল ছুঁড়ছেন তো ফরাসি রেস্তোরাঁয় আগুন লাগিয়ে দিচ্ছেন! তার চারপাশের সবকিছুতে পুরো ওলট-পালট ঘটে যাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী এমা থম্পসন তাকে বলছেন, দেশজুড়ে চরম বিশৃঙ্খল অবস্থা’, কিন্তু জনি ইংলিশ নির্বিকার।
জনি ইংলিশ এবং অ্যাটকিনসনের আরেক চরিত্র কিংবদন্তি মি. বিনের অ্যানিমেশন সিরিজ ১৯৫টি দেশে প্রচার হয়। তবে ৬৩ বছর বয়সী রোয়ান অ্যাটকিনসন আনুষ্ঠানিকভাবে ‘মি. বিন’ থেকে অবসর নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের আগে ঢাকায় ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’
পূর্ববর্তী পোস্ট