নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলামের নির্বাচনী পথ সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাঁকাল কোলেস্টার মোড় এলাকায় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলীর সভাপতিত্বে ও কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক বিকাশ চন্দ্র, সদস্য সবুর খান, কামরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল মুজিদ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনছার আলী, মুক্তিযোদ্ধা মন্টু মিয়া, শহিদুল ইসলাম, আবুল হোসেন, সুফল, রহিম সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতিক। নৌকার ভোট দিলে বাংলার মানুষ ভাল থাকে। তিনবেলা পেট ভর্তি করে খেয়ে ঘুমাতে পারে। বাংলার মানুষকে এখন আর না খেয়ে ঘুমাতে হয় না। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ বর্তমানে বিশে^র রোল মডেল হিসাবে বিবেচিত হয়েছে। তিনি আরো বলেন, পদ্মা সেতু বর্তমানে দৃশ্যমান আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের জন্য। এ পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণ বঙ্গের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামীতে বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছি। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করে দিয়েছে। বিধবা মহিলা, বয়স্কদের জন্য সরকার দিচ্ছে বিভিন্ন ধরনের ভাতা। নারীদের জন্য দিয়েছে অনেক সুযোগ সুবিধা। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রসার বৃদ্ধির জন্য শেখ হাসিনা সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। যা বিশে^র আর কোনো দেশে নজির নেই। এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও বাংলাদেশ আওয়ামীলীগকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
নৌকা উন্নয়নের প্রতিক — নির্বাচনী পথসভায় নজরুল ইসলাম
পূর্ববর্তী পোস্ট