শ্যামনগর প্রতিনিধিঃ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং ১৯৭১ সালে শহীদ সুরেন বাবু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত শ্যামনগর উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন উল মূলক কে অবাঞ্চিত ঘোষণা করেছে মুক্তির প্রজন্ম,শ্যামনগর উপজেলা শাখা।সংগঠনের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন,যুগ্ম আহবায়ক একরামুল হক লায়েছ,যুগ্ম আহবায়ক আঃ হাকিম সবুজ,যুগ্ম আহবায়ক রহমত আলী প্রমুখ নেতৃবৃন্দের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ সুরেন হত্যা মামলার তদন্ত কাজ সমাপ্ত ও দ্রুত বিচারের দাবী জানিয়ে যুদ্ধাপরাধী মহসিন উল মূলক এর গ্রেফতার ও শাস্তি দাবী করে তাকে উপজেলা পরিষদ এ অবাঞ্চিত ঘোষণা করেন।এছাড়া একাধিক মানুষ আক্ষেপের সাথে বলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মহসিন উল মুলক এ অঞ্চলের রাজাকার কুলের শিরোমনি হিসেবে পরিচিত। বিএনপি থেকে দু দুবার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে শেষবারে উপজেলা চেয়ারম্যানকে খাদিয়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বিএনপি কে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে রয়েছেন তিনি।উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েও গত ১৫ ই আগষ্ট জাতীর জনকের মৃত্যু বার্ষিকীতে তার দেখা মেলেনি। সূত্রমতে জানাযায় সেদিন তিনি বিএনপির একটি ঘরোয়া মিটিং এ ব্যস্ত ছিলেন।একাধিক সূত্রমতে জানাযায় মহসিন উল মুলক উপজেলা পরিষদের বিভিন্ন বরাদ্ধ নিয়ে জামায়াত বিএনপি নেতা কর্মীদের মধ্যে বন্টন করে থাকেন। এছাড়া পানির ড্রাম,টিউব ওয়েল,ডিপ টিউবওয়েলের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের শেষ নেই।জানাযায়,পানির ড্রামের নামে ৮০০০ করে টাকা নিয়েছে একাধিক ব্যক্তির কাছ থেকে।টিউবওয়েলের নামে ৫০০০ টাকা করে নিয়েছে এমন অভিযোগ অহরহ। যুদ্ধকালীন সময়ে ধুমঘাট সুরেন বাবুর হত্যাকারী এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দূর্নীতির শীর্ষে থেকেও কিভাবে একাধিক মামলা ঘাড়ে নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে বহাল তবিয়তে ঘুরে বেড়ায় এমন প্রশ্ন জনমনে।