বিনোদনের খবর: শুক্রবার থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। দেশের সেলিব্রেটিদের অনেকেই ভোটের মাঠে নামার ঘোষণা দিচ্ছেন। শনিবার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রবিবার আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করবেন দেশের দুই তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তোজা ও সাকিব আল হাসান।
এবার সেই তালিকায় যুক্ত হলেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি জানিয়েছেন, এখন তিনি শুধুই প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায় আছেন। ফেরদৌস বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তিনি যদি বলেন, তখনই মনোনয়নপত্র সংগ্রহ করব।’
তবে নিজের সংসদীয় এলকাতেই ভোটে দাঁড়াতে হবে এমনটির পক্ষে নন ফেরদৌস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মাথায় এসব কিছুই নাই। প্রধানমন্ত্রী যদি বলেন, আমি দেশের যেকোনো জায়গা থেকে নির্বাচন করব। এটা পুরোপুরি তাঁর সিদ্ধান্ত। আমি আসলে নির্দিষ্ট কোনো এলাকার বাসিন্দা নই, আমি ফেরদৌস সারা দেশের মানুষের।’
উল্লেখ্য, গত ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তফসিল অনযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর ভোট হবে ২৩ ডিসেম্বর।