কলারোয়া, প্রতিনিধি : -সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক ও সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসা সমূহের ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার হতে কলারোয়ার মোট ১৩টি কেন্দ্রে একযোগে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বরাতে জানা গেছে, সমগ্র কলারোয়া উপজেলার মোট ৪২২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে ।এর মধ্যে প্রাথমিকে অংশগ্রহণ করে ৩৭১৮ জন শিক্ষার্থী ।আর ইবতেদায়ীতে অংশগ্রহণ করে ৫১০ জন ।এর মধ্যে প্রথম দিনেই অনুপস্থিতির পরিমাণ ছিল চোখে পড়ার মত ।প্রাথমিকে অনুপস্থিত ছিল ৫০জন এবং ৮৮জন অনুপস্থিত ছিলো মাদ্রাসার ইবতেদায়ীতে। সরেজমিনে কলারোয়ার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেছে,
কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ,যার মধ্যে অনুপস্থিত ছিল ১৩ জন পরীক্ষার্থী।
অপর দিকে সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবারের পরীক্ষায় মোট ৩৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।তার মধ্যে অনুপস্থিত ছিল মাত্র ২ জন ।
কলারোয়ার একমাত্র ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্র চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ ইমরান হোসেন ।সেখানে প্রাথমিক ও ইবতেদায়ী মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৪৬২ জন ।এবং অনুপস্থিত ছিল ১৯ জন । চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রাপ্ত কর্মকর্তা বলেন ,এখানে অত্যন্ত সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।এখনো কোনও সমস্যার সম্মুখীন হইনি।
এদিকে কলারোয়ার জিকেএমকে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শোভা রায়। এখানে মোট ৫৬৫ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৫ জন ।
কলারোয়ার বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে অনুপস্থিত ছিল ৩জন শিক্ষার্থী ।
জালালাবাদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩০২জন, কয়লা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১০জন, লাঙ্গলঝাড়া কে এল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৮জন, এবং
বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ৩২২ জন,কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক (৩১৫-২)ইবতেদায়ী(২৩-১),কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক (২৪২-৪) ইবতেদায়ী (৬৫-১২),খোরদো মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক(২৮৬-৬) ইবতেদায়ী (৭৫-২২), বামনখালী মাধ্যমিক বিদ্যালয় (২৮০-৩) ইবতেদায়ী (৩৮-১১) জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে । সব মিলিয়ে কেন্দ্রের মান ও পরিবেশ সুষ্ঠ হওয়ায় অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন ।