আব্দুল আলিম : শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামে দূূূূরারোগ্য রোগে অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে দিনমজুর ভুজঙ্গ মন্ডলের ছেলে রাজেশ মন্ডল (১৫)। তাকে দেখতে ছুটে যান সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি দীপক মিস্ত্রি, সাধারণ সম্পাদক আবু ইসহাক, সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, এসিপি মিডিয়া টিভির সদস্য হাবিবুর রহমান, আবু হামজা আবির, ফরিদ-উজ-জামান, মোস্তাফিজুর রহমান রনি, হেলাল হোসেন প্রমুখ। এ সময় তারা প্রতিবন্ধী রাজেশ মন্ডল কে আর্থিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন। সোমবার (১৯ নভেেম্বর) বেলা ১১ টায় তারা তার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন এবং রোগীর নানা বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় রাজেশ মন্ডলের বাবা কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাদের যতটুকু স্বহায়সম্বল ছিল সব টুকু বিক্রয় করে রোগীর চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। ইউপি চেয়ারম্যান ও মেম্বর কে জানানোর পরও তারা শুধু আশ্বস্থ করেই যাচ্ছেন। বর্তমানে রোগীর চিকিৎসা করানোর মত কোন অর্থ-সম্পদ তাদের কাছে নেই।
এ সম্পর্কে জানতে চাইলে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, রাজেশ মন্ডলের বিষয়ে আমি অবগত। তার নাম প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভূক্ত রয়েছে। কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। খুব শীঘ্রই রাজেশ প্রতিবন্ধী কার্ড পাবে।