দেশের খবর: আসন্ন একাদশ নির্বাচনের মনোনয়ন যাছাই-বাছাইয়ে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। তবে যাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কপাল ভালো বলতেই হবে। ৪২টি মামলা কাঁধে নিয়েও মনোনয়ন দৌড়ে টিকে আছেন তিনি।
রবিবার (২ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাছাই-বাছাই কার্যক্রম শুরু হয়। ঢাকা-৮ আসনের ২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ৪২ তেও বৈধতা পেয়েছে মির্জা আব্বাসের মনোনয়ন।
ঢাকা-৮ আসনে বাতিল মনোনয়ন বাতিল হয়েছে বিএনপির অপর প্রার্থী সাজ্জাদ জহিরের। জামিনদার হিসেবে ঋণ খেলাপীর কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। আসনটির বর্তমান সাংসদ, মহাজোট প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মনোনয়ন বৈধতা পেয়েছে।
এর ফলে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে লড়াই হবে এ দুই হেভিওয়েট প্রার্থীর।