দেশের খবর: দুর্নীতির কারণে দেশের প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ কম হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশগুলোর উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, বিচারিক ব্যবস্থা, সমৃদ্ধি, উন্নয়ন, এমনকি গণতন্ত্রকেও ম্লান করে দেয়। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের চলমান অভিযানে দুর্নীতি কমছে। আমাদের এই অভিযান চলবে।’ তিনি বলেন, ‘গতকাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সারা দেশে একযোগে মানববন্ধন করেছি। মূলত এর মাধ্যমে সমাজকে বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
পূর্ববর্তী পোস্ট