খেলার খবর: বিরাট কোহলি। বিশ্বক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত নাম। স্বপ্নের ফর্মে থেকে ২০১৮ শেষ করতে চলেছেন ভারত অধিনায়ক। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সমানভাবে চলেছে তার ব্যাট। তিন ফর্ম্যাটেই বিরাটকে আর্দশ উদাহরণ মানছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দু’টি টেস্টে একটি সেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাট থেকে। পার্থ টেস্টে সেঞ্চুরি করে ছুঁয়েছেন শচীন টেন্ডুলকারকে৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের সর্বাধিক ছ’টি টেস্ট সেঞ্চুরি এখন শচীন ও বিরাটের ঝুলিতে। সিরিজের শেষ দু’টি টেস্টে আর একটি সেঞ্চুরি করলেই বিরাট ছাপিয়ে যাবেন লিটল মাস্টারকে। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মাটিকে প্রথম ভারতীয় টেস্ট ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট।
টেস্ট সিরিজের আগে বিরাটের ব্যাটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ড্র করেছে ভারত। শুধু টেস্ট নয়, তিন ফর্ম্যাটেই সমানভাবে পারদর্শী বিরাট৷ এমনটাই মনে করেন সাবেক ভারত অধিনায়ক তথা অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়৷। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট ছাড়াও আরও ফর্ম্যাট রয়েছে। তবে আমি টেস্টের পাশাপাশি টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটও দারুণ পছন্দ করি। এই দু’টি ফর্ম্যাটও দারুণ স্কিলফুল। বিরাট কোহলিই তার প্রকৃত উদাহরণ। যে তিন ফর্ম্যাটেই সমানভাবে খেলে চলেছে। এটা সহজ নয়। অনেকেই এটা পারে না। কিন্তু এটাই সবার লক্ষ্য হওয়া উচিত। ’
চলতি বছরের শুরুতে দ্রাবিড়ের কোচিংয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। ‘দ্য ওয়াল’ অবশ্য টেস্ট ক্রিকেটকেই চ্যালেঞ্জিং ফর্ম্যাট বলেই মনে করেন। তরুণ ক্রিকেটারদের টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত করেন। সাবেক ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের সব সময় বলি টেস্ট ক্রিকেট খেলায় সবচেয়ে বেশি সন্তুষ্টি। টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফর্ম্যাট। পাঁচ দিনের লড়াইয়ে শারিরীক, মানসিক, টেকনিক্যালি এবং আবেগের চ্যালেঞ্জ হয়। আমি ওদের বলি চ্যালেঞ্জ নিতে চাইলে টেস্ট খেলার জন্য নিজেকে তৈরি করো।’