আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার দুপুরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন এর নেতৃত্বে এএসআই এস এম তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাগুরা জেলার ২০০৯ সালের মাদকদ্রব্য আইনের মামলা এসসি ১৪০/০৯ ধারা ১৯৯০ এর ৯(১) টেবিলের ৩(খ) /১৯(৪) আসামী কাদাকাটি ইউনিয়নের সোনাপাড়া গ্রামের মোঃ ইমদাদুল হকের ছেলে মিজানুর রহমানকে তার নিজ বাড়ির পেছন থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে একই দিন বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন।