নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ১০০০ বিঘা জমির মালিকদের বকেয়া “হারির” টাকা পরিশোধ না করে সন্ত্রাসী নিয়োগ,জমির মালিক দের মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হরিনগর এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার দুপুরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, জমির মালিক আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কাছে জমির মালিকরা স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে জমির মালিকরা বক্তব্যে বলেন, প্রভাবশালী ব্যক্তিরা তাদের জমি থেকে ফসল তোলার পর “হারির” টাকা পরিশোধ করছে না। যখন তারা তাদের পাওনা টাকা চাইতে যাচ্ছেন, তখন তাদের হুমকি দেয়া হচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে। জমির মালিকদের ভয়ভীতি,মিথ্যা হয়রানিমূলক মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাত করার অপচেষ্টা চলছে। জমির মালিকরা এই অন্যায়ের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা আরো বলেন, শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন। তারা আশা করেন প্রশাসন তাদের পাশে দাঁড়াবে এবং তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেবে।