নলতা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতার ঐতিহ্যবাহী কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে অন্যান্য বছরের ন্যায় এবছরও দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সমাপনী ও জেএসসি পরীক্ষায় বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় সংলগ্ন নলতা হাইস্কুল মাঠে ২৮ ও ২৯ জানুয়ারি দু’দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠানের ২য় বা সমাপনী দিন রবিবার সকাল ৯ টা হতে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের মাঝে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে মুনছুর আহমদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান। তিনি তার বক্তব্যে বলেন- সরকারি বিভিন্ন কাজের চরম ব্যস্ততার মধ্যেও নলতার ঐতিহ্যবাহী কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের মনোমুগ্ধকর ও সুশৃঙ্খল একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান যেমন জেলা সহ বিভাগের শীর্ষে। তেমনি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে মনোমুগ্ধকর পরিবেশনার পাশাপাশি ইংরেজিতে শিক্ষার্থীদের সাবলিলভাবে উপস্থিত বক্তৃতা শুনে এবং ২০১৫ সালে ৫ম ও ৮ম শ্রেণিতে একটি প্রতিষ্ঠান থেকে ৫৪ জন বৃত্তি পাওয়ায় সত্যই আমি অভিভূত হয়েছি। তাই আমি প্রত্যাশা রাখি বিদ্যালয়ের এ্যাকটিভ ম্যানেজিং কমিটি ও দক্ষ শিক্ষকমন্ডলীর সম্মিলিত অব্যাহত প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানটি একদিন সর্ববিষয়ে বাংলাদেশের অন্যতম স্বণামধন্য প্রতিষ্ঠান হিসেেেব আত্মপরিচিতি লাভ করবে। সে কারণে লেখাপড়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সকল শিক্ষার্থীদের শিক্ষকমন্ডলী কর্তৃক নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানের প্রথম দিন শনিবার একই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান সেলিম। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শেখ আলমগীর কবীর ও সেখ আল-আজাদের যৌথ সঞ্চালনায় ২ দিন ব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি, বিচারকমন্ডলী ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম তুষার কান্তি মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, বিদ্যালয় পরিচালনা কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক এনামুল হক খোকন, কর্মকতা ডা. আবুল ফজল মাহমুদ বাপ্পী, অমিয় কুমার বসাক, আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, মোক্তারুল হক বুলবুল, সহকারী অধ্যাপক মমতাজুর রহমান, এ এস এম মিজানুর রহমান, আব্দুল্লাহ সিদ্দিকী, সহকারী অধ্যাপক মানস চক্রবর্তী, প্রভাষক প্রশান্ত কুমার, অনন্ত কুমার, শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, আবু হাসান, দেবেন্দ্রনাথ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, সহাকারী প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ, সিনিয়র শিক্ষক কাজী আবেদুল ইসলাম, আব্দুর রউফ, আলীমুজ্জামান শাহীন, ব্রজ কুমার ঘোষ, দু’দিন ব্যাপী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক শিক্ষিকা মুর্শিদা ওয়ার্ছী নিলা, শিক্ষক মিহির কুমার, নাজমা খাতুন, আনোয়ারা খাতুন, রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিচারক, অভিভাবক, প্রতিযোগী শিক্ষার্থী, ৬ষ্ঠ শ্রেণি ক্যাডেট শাখাসহ প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় দেড় হাজার ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের আয়োজনে ২৮ ও ২৯ জানুয়ারি শনি ও রবিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত দু’দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠানের ২য় বা সমাপনী দিনে ইংরেজি ও বাংলায় উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, যেমন খুঁশি তেমন সাজ, একক অভিনয়, নৃত্য, রবীন্দ্র সঙ্গীতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, পূর্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতাসহ মোট ৪৯ টি ইভেন্টে ২১৪টি পুরস্কার এবং ২০১৫ সালে ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষায় ২১জন ট্যালেন্টপুলসহ ২৬ জন ও জেএসসি পরীক্ষায় ১৫জন ট্যালেন্টপুলসহ ২৮ জন সহ মোট ৫৪ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট পুরস্কারসহ দু’দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠানে সর্বমোট ২৬৮ জন বিজয়ী শিক্ষার্থীকে প্রতিষ্ঠান প্রদত্ত পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া প্রতিবিছরের ন্যায় ২০১৬ সালে বিদ্যালয়ে একদিনও অনুপস্থিত না থাকা শিক্ষক-কর্মচারীদেরকে প্রতিষ্ঠান প্রদত্ত নগদ অর্থ প্রদান করা হয়েছে।