স্পোর্টস ডেস্ক: ভারতে আসন্ন জাতীয় নির্বাচনের ডামাডোলে আইপিএল অন্য কোনো দেশে আয়োজন করা হবে বলে শোনা যাচ্ছিল। শেষতক সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ আইপিএল ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার জানিয়েছে, ২৩ মার্চ শুরু হবে টি ২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। খবর ক্রিকইনফোর।
এপ্রিল-মে’তে ভারতের লোকসভা নির্বাচনের সঙ্গে আইপিএল আয়োজনের সময় সাংঘর্ষিক হওয়ায় এ টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার কথা শোনা যাচ্ছিল।
বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এবং ইংল্যান্ডের নাম উঠে এসেছিল। এর আগে দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরাতে ভারতের এই জমকালো টি ২০ টুর্নামেন্টের আসর বসেছিল।
ফ্র্যাঞ্চাইজিদের জন্য এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইংল্যান্ডে ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। তার সপ্তাহদুয়েক আগে শেষ হবে আইপিএল।
তাই ভারতের বাইরের তারকাদের আইপিএলের শেষেরদিকে না-ও পাওয়া যেতে পারে। তখন নিজ নিজ দেশের বিশ্বকাপ প্রস্তুতিতে অংশ নিতে ফিরে যেতে হবে তাদের।